প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
করোনা প্রতিরোধে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের গণটিকা কার্যক্রমের ২য় ডোজ আজ বৃহস্পতিবার প্রদান করা হবে। এর আগে গত ৯ আগস্ট যে ২শ’ জন এই কেন্দ্র থেকে ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারাই এই কেন্দ্র থেকে আজ টিকার ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি। তিনি জানান, বৃহস্পতিবার টিকার ২য় ডোজ বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রদান করা হবে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে এবং যে ২শ’ জন এই কেন্দ্র ১ম ডোজ গ্রহণ করেছেন তারাই শুধুমাত্র এখানে ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। তিনি সকলকে টিকাকার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনার জন্যে অনুরোধ করেছেন।
এর আগে গত ৯ আগস্ট পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের চেষ্টায় ১৪নং ওয়ার্ডে বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনা টিকার ১ম ডোজ প্রদান করা হয়।