শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে শিক্ষা কমিটির প্রস্তুতি সভা
মাহবুব আলম লাভলু ॥

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে টানা দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এজন্যে চলছে নানা প্রস্তুতি। এর মধ্যে রয়েছে শ্রেণীকক্ষ পাঠদান করার উপযোগী করে তোলার মতো প্রস্তুতিও। স্কুল খোলার নির্দেশনার পর মতলব উত্তর উপজেলা শিক্ষা কমিটি বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামসহ শিক্ষা কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা উপযোগী করতে শ্রেণীকক্ষ ধোয়া-মুছা, ঝোঁপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ অন্যান্য প্রস্তুতি কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছর ১৮ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়