শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে বৈদ্যুতিক আগুনে পুড়লো ৫টি বসতঘর
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে বৈদ্যুতিক আগুনে পুড়েছে ৫টি বসত ঘর। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের কংগাইশ গ্রামের আটিয়া বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন মৃত আব্দুস সাত্তারের ছেলে মনির হোসেন, মোঃ শরীফ হোসেন ও মোঃ সোহাগ হোসেন, মোঃ ওমর আলীর ছেলে আমিন মিয়া, মৃত আব্দুর জব্বারের ছেলে হারুন অর রশিদ ও আব্দুল মান্নান এবং আবু তাহেরের ছেলে এমরান হোসেন।

আটিয়া বাড়ির লোকজন জানান, এ দিন রাতে মনির হোসেনের বসতঘরে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। মুহূর্তের মধ্যে চারদিকে আগুনের শিখা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎ থাকাতে আগুন নেভানোর জন্যে কেউ এগিয়ে যেতে পারেননি। বিদ্যুৎ অফিসের লোকজন খবর পেয়ে লাইন বন্ধ করেন। এর পরেই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আগুন লাগার খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে আটিয়া বাড়িতে হাজির হন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। খাদ্য সামগ্রী ক্রয়ের জন্যে এ সময় তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা সহায়তা করেন। এ ছাড়াও বুধবার দুপুরে স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, পৌরসভা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা পেয়েছি। সরকারি সহযোগিতা প্রদানে এই তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়