প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলাধীন বাগাদী চৌরাস্তা থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম মিয়া (৪০) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর।
সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা হতে ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সদস্যরা চাঁদপুর সদর উপজেলাধীন বাগাদী চৌরাস্তা এলাকার নানুপুর রোডস্থ ফরহাদ ফ্যাশন নামীয় আসামীর দোকান ও দেহ তল্লাশি করে আসামী মোঃ জসিম উদ্দিন মিয়া (৪০) (পিতা -মৃত আব্দুল খালেক মিয়াজি)কে ২২৩০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরো ৪টি মাদক মামলা রয়েছে। জসীম ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।