শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দৈনিক চাঁদপুর কণ্ঠে ‘ফরিদগঞ্জ পৌরসভার চেকবই ছিনিয়ে নিয়ে ইচ্ছেমতো টাকা হাতিয়ে নিতেন মেয়র কন্যা নাজমুন্নাহার অনি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি অসত্য, বিভ্রান্তিকর, মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত আমাকে, আমার মেয়েকে এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে একটি কুচক্রী মহল। তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। মূলত আমি যখন ফরিদগঞ্জ পৌরসভাকে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে রূপান্তর করি, তখন বেশ কয়েকটি বড় প্রকল্প পাই। যখনই প্রকল্পগুলোর কাজ একের পর এক বাস্তবায়ন করতে থাকি, তখনই একটি চক্র আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য পিছনে লাগে। চেকের বিষয়টিও একেবারে অসত্য এবং মিথ্যে। আমি যখন অসুস্থ ছিলাম তখন ক্যাশিয়ার সহ পৌরসভার একটি চক্র আমার সিগনেচার জাল করে উন্নয়ন ফান্ডের ৩০ লাখ টাকা তুলে ফেলে। পরবর্তীতে আমি যখন সুস্থ হয়ে ফিরে আসি, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আবার যখন করোনায় আক্রান্ত হই, সেই সময়টিতেও তারা একই চক্রান্ত করে। পরবর্তীতে আমি চেক বই নিজ হেফাজতে নেই। আজিজ ব্রাদার্সের ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে ২৭ লাখ টাকা, সেটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এ ব্যাপারে সাংবাদিকরা আজিজ ব্রাদার্সের আজিজ সাহেবের সাথে কথা বললে সঠিক তথ্যটা জানতে পারবেন। মূলত আজিজ ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সাবেক সহকারী প্রকৌশলী মরহুম নজরুল ইসলাম ৯ লাখ, দেলোয়ার সাহেব ৯ লাখ এবং কাউন্সিলর আব্দুল মান্নান পরান ৯ লাখ টাকা নেন। চাকরির বিষয়টিও অসত্য। এস.এস. রহমান থেকে সিংহভাগ কাজ হাতিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। রিসেন্ট টিসিবির কার্ড দিয়েছে এ ব্যাপারটি পুরোপুরি অসত্য। কারণ ৫ আগস্ট থেকে আমার মেয়ে ঢাকাতে অবস্থান করছে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ও আমার মেয়ে বাড়িতে যাইনি। ইতোমধ্যে অন্তর্র্বতী সরকার পৌর প্রশাসক নিয়োগ দিয়েছেন। সেখানে আমার মেয়ে কীভাবে টিসিবির কার্ড নিবে বা দিবে?

-আবুল খায়ের পাটোয়ারী, সদ্য সাবেক মেয়র, ফরিদগঞ্জ পৌরসভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়