প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে সুপারস্টার গ্রুপের ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনা কমিয়ে আনা ও উন্নতমানের সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দেশের খ্যাতনামা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান সুপারস্টার গ্রুপ চাঁদপুরে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ আয়োজন করেছে। গতকাল ২২ সেপ্টেম্বর রোববার চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সুপারস্টার গ্রুপের ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব বিজনেস সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া। ওয়ার্কশপে মানবসম্পদ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। ওয়ার্কশপ পরিচালনা করেন কোম্পানির কুমিল্লা ডিভিশনের সেলস ম্যানেজার জুবায়ের আহমেদ। দিনব্যাপী এ ওয়ার্কশপে কোম্পানির বিভিন্ন ডিভিশনাল ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, চাঁদপুর জেলার পরিবেশকবৃন্দ এবং ১০০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম এবং সুপারস্টার গ্রুপের উন্নতমানের ইলেকট্রিক পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয়।