প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভা
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র সিরাত উপলক্ষে চাঁদপুর হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের সংসদের স্থানীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক ও চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী।
সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্সের কর্মকর্তা লোকমান হোসাইন, ফুলকুড়ির সাবেক পরিচালক কবি ওমর ফারুক, চাঁদপুর জজকোর্টের আইনজীবী মুসলিম মিয়াজী, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক সাংস্কৃতিক সংগঠক আদনান আল মুরাদ, চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওঃ আহমাদ উল্যাহ, চাঁদপুর দিগন্তের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান প্রমুখ।
সভার অতিথি তাঁর আলোচনায় বলেন, হজরত মুহাম্মদ (সাঃ) ছিলেন মানব জীবনের সকল পর্যায়ে উত্তম আদর্শ। রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি ছিলেন রোল মডেল। রাসূল (সাঃ)-এর আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই সুষ্ঠু সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে হবে। অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্যে সংস্কৃতি কর্মীদের ব্যাপক অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা শেষে দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।