প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মতলবে সোনালি অতীত ক্লাবের কমিটি গঠন
বৃহত্তর মতলব উপজেলার সোনালি অতীত ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু ও সাধারণ সম্পাদক পদে ফুটবলার গোলাম কাদের মুকুলকে মনোনীত করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে আল-আমিন ক্রীড়া চক্র ক্লাব ঘরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সভায় আল-আমিন ক্রীড়া চক্রের সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ও ক্রীড়া ব্যক্তিত্ব সালেহ আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক মোজাহিদুল ইসলাম কিরণ, সাবেক ফুটবলার আক্তারুজ্জামান লিটন, মোস্তফা গাজী, সালাউদ্দিন, মিজানুর রহমান কাজল, বাবু, আলমাছ প্রমুখ।
এ সময় আল-আমিন ক্রীড়া চক্রের সদস্যবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।