শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কচুয়ায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

হযরত মোহাম্মদ (সা.)-এর দুনিয়ায় শুভাগমন উপলক্ষে কচুয়ায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে কচুয়া উপজেলা জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন করা হয়।

কালেমা শরীফ খচিত পতাকা হাতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জশনে জুলুছ কচুয়া ডাবাংলো ঈদগাহ ময়দান থেকে বের হয়ে কচুয়া পৌর বাজার ও বিশ্বরোড হয়ে একই স্থানে আলোচনাসভা ও দোয়া মিলাদে মিলিত হয়।

উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সহ-সভাপতি মাওলানা মাসুদ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম মিয়াজী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা মৌলভী আবদুল হক মাস্টার, সেলাাইমান মিয়াজী , যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বাহালুল শাহ আলকাদেরী, প্রচার সম্পাদক হাফেজ ওমর ফারুক, সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন কচুয়া শাখার ফিল্ড সুপারভাইজার হাসান মজুমদার প্রমূখ। জশনে জুলুছ শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা নাছির উদ্দিন।

আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা, যুবসেনা সহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ, সাংবাদিক, ইসলামী চিন্তাবিদ জশনে জুলুছে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়