বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল এইচ আর সামিট-২০২৪’

প্রেস বিজ্ঞপ্তি ॥
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল এইচ আর সামিট-২০২৪’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশর রূপান্তর’ প্রতিপাদ্য নিয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৪ আয়োজন করা হয় ‘ন্যাশনাল এইচ আর সামিট-২০২৪’। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ মাসেকুর রহমান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান ও এএইচজেড এসোসিয়েটস্-এর দক্ষিণাঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাইফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান ও স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর আবীর।

দিনব্যাপী সামিটে ক্যারিয়ার বিষয়ক ৫টি সেশনে দেশ সেরা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার শীর্ষ মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্তা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সেশনগুলো হলো : কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরীর সঞ্চালনায় ‘পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে : নৈতিক এআই এবং ব্যাখ্যাযোগ্য এআই-এর জন্য এইচআর কৌশল’, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. লিজা শারমিনের সঞ্চালনায় ‘মানব-মেশিন সহযোগিতার উপর এইচআর টক : সর্বোত্তম এআই ইন্টিগ্রেশনের জন্যে কর্মক্ষেত্র ডিজাইন করা’, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম ইকবারের সঞ্চালনায় ‘ভবিষ্যৎ কল্পনা করা : বাংলাদেশে একটি সফল এবং উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলার জন্য এইচআর কৌশল ২০৪১’, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম সামসুল আলমের সঞ্চালনায় ‘প্রকৌশলী কর্মশক্তিকে উন্নত করা : একাডেমিয়া এবং শিল্পের মধ্যে ব্যবধান কমানো’ এবং ফ্যাকাল্টি অব হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. বেলাল আহমেদের সঞ্চালনায় এইচআর টক অন দ্য হিউম্যান ফ্যাক্টর : এআই-চালিত এইচআর-এ কর্মচারীর সুস্থতা এবং নৈতিক বিবেচনা নিশ্চিত করা'।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের কর্পোরেট সেলস্-এর সিনিয়র ম্যানেজার মোঃ ফরহাদ হাবিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ আখের বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তরুণদের নিয়ে কাজ করার অনেক সম্ভাবনা এবং সুযোগ রয়েছে, যা আমাদের জাতীয় খাতকে আরও সমৃদ্ধ করবে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এই তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্যে ৩৫০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যাতে তাদের আরও দক্ষ এবং কর্মমুখী করে গড়ে তোলা যায়। এজন্যে জীবনমুখী দক্ষতার দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে এবং দেশের ৬৪টি জেলায় বিভিন্ন ধরনের ফ্রি ল্যান্সিং আইটি ট্রেনিং দেয়ার মাধ্যমে তাদের দ্বারা আরও বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।

ড. মোঃ সবুর খান বলেন, আমাদেরকে এই আধুনিক যুগের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)কে কাজে লাগিয়ে মানবসম্পদ বিভাগকে আরও যুগোপযোগী করে তুলতে হবে। এক্ষেত্রে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম এই আধুনিক প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারে আরও অনুপ্রাণিত হয়। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) অনেক বছর ধরেই ইন্ডাস্ট্রি এবং শিক্ষা পাঠক্রমের মধ্যে একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়