সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

একঝাঁক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু লক্ষ্মীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার

স্টাফ রিপোর্টার ॥
একঝাঁক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু লক্ষ্মীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার

৪ জন এতিমসহ ২৫ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। ১ জুলাই মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের অন্তর্গত ছোট লক্ষ্মীপুর গ্রামে এই মাদ্রাসার কার্যক্রম শুরু হয়।

এরপর ৩১ আগস্ট স্থানীয় সকল মসজিদের ইমামগণ, সামাজিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই এবং পোশাক বিতরণ করা হয়।

মাদ্রাসাটিতে ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে ৩ টি বিভাগ চালু রয়েছে। যার মধ্যে নূরানী বিভাগে ২১ জন, নাজেরা বিভাগে ৩ জন ও হেফজ বিভাগে ১ জন। দক্ষ শিক্ষক ও পরিচালকম-লী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ।

উল্লেখ্য, ১৯৮০ সালে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম সাহেবের হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ক্ষণজন্মা এই ব্যক্তিত্বের হাতে সৃষ্ট প্রতিষ্ঠানটি প্রায় তিন যুগ বেহাল ও পতিত অবস্থায় ছিল।অবশেষে চলতি ২০২৪ সালের মাঝামাঝি সময়ে একদল সমাজসেবক দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে এই মাদ্রাসার সংস্কারে হাত দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়