শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সনাক-চাঁদপুরের উদ্যোগ

নিজ গাছতলা সপ্রাবি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

অনলাইন ডেস্ক
নিজ গাছতলা সপ্রাবি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাক-চাঁদপুরের উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সনাক চাঁদপুরের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার। সভায় বাগাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, সনাক-টিআইবি দীর্ঘদিন যাবত এই ইউনিয়ন নিয়ে কাজ করেছে। সনাক-টিআইবি মূলত দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। জনগণকে সম্পৃক্ত করে সচেতনতার মাধ্যমে জনগণের সেবার মানোন্নয়ন করাই সনাক-টিআইবি’র লক্ষ্য। নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেজন্যে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই সনাক কাজ করছে। তিনি বলেন, আপনারা স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করার জন্যে যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি এটা খুবই ভালো লেগেছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে সমাজের জন্যে কাজ করতে হবে। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে স্কুলের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। তিনি আরও বলেন, আপনাদের মতো চাঁদপুর সদর উপজেলায় আরও ১০টি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) রয়েছে। সকলেই স্বেচ্ছাসেবার ভিত্তিতে স্ব স্ব প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে কাজ করছে। তিনি আরও বলেন, এই দুর্নীতিবিরোধী আন্দোলনে আপনারা একা নন সনাক-টিআইবি-ইয়েস গ্রুপ সবসময় আপনাদের সহযোগিতা করে যাবে। তিনি এসিজি গ্রুপে যুক্ত হওয়ার জন্যে সনাকের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি নবগঠিত নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যদের নাম ঘোষণা করেন। সনাক-টিআইবি-ইয়েস-এসিজি সম্পর্কে ধারণা প্রদান করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মনির হোসেন গাজী, মোঃ ফজলুর রহমান বেপারী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শহিদ আলম পাটওয়ারী, নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ আরিফ গাজীকে সমন্বয়কারী এবং মোঃ হালিম শেখ ও ফাতেমা বেগমকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : রেখা বেগম, সুমি বেগম, রোজিনা আক্তার, নারগিস বেগম, রানী বেগম, মোঃ আমিন গাজী, আরিফ খান, মনির হোসেন গাজী, সালাম মুন্সী, রিনা বেগম, শাহিনা বেগম, হাসান খান, টিপু খান, নুসরাত জাহান প্রীতি ও শামীমা বেগম।

টিআইবি’র শ্রী রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইয়েস ও টিআইবি সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়