প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:৩৩
বিশ্ব শিক্ষক দিবসে
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের শিক্ষক সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের উদ্যোগে দুজন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বকুল তলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনে এ সম্মাননা জানানো হয়। সংবর্ধিত দুজন গুণী শিক্ষক হলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন আক্তার ও আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আফরোজা পারভীন।
|আরো খবর
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তাসলিমা সুলতানা মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত শিক্ষক শাহীন আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাকে সংবর্ধিত করায় আমি আবেগাপ্লুত। আপনারা আমাদের দুজন শিক্ষককে সংবর্ধিত করে সমগ্র শিক্ষক জাতিকে সম্মান জানালেন। আমি এই ক্লাবের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকল কাজে থাকতে চাই। আপনারা সবসময় আপনাদের কাজে আমাকে স্মরণ করবেন। আমি আপনাদের এসব ভালো কাজের অংশীদার হতে চাই।
সংবর্ধিত শিক্ষক মোসাঃ আফরোজা পারভীন জানান, আপনারা আমাকে সম্মানিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি শিক্ষকতার মতো মহান পেশায় সম্পৃক্ত থাকায় নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবসময় এ কার্যক্রম পরিচালনা করবেন। এতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, রওশন আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসনুভা রহমান তন্নী, এডিটর ফৌজিয়া পুতুল, সদস্য প্রীতি সাহা, তানিয়া ইশতিয়াক খান, মার্জিয়া রুহী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, সেক্রেটারি রোঃ ওবায়েদুর রহমান, সদস্য নূরে আলম নিরব, আবু সায়েদ ফারাবী ও ইন্টার্যাক্ট ক্লাবের সভাপতি ইন্টার্যাক্টর সাহিরা নাছির ও সংবর্ধিত অতিথিদের পরিবারের সদস্যবৃন্দ।