মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২১:৩০

মতলব উত্তরে এসএসসি ’৯৯ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে এসএসসি ’৯৯ ব্যাচের  ফ্রি মেডিকেল ক্যাম্প
মতলব উত্তরে এসএসসি ’৯৯ ব্যচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ইউএনও একি মিত্র চাকমা।

মতলব উত্তর উপজেলায় এসএসসি ’৯৯ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প করেন তারা।

সকাল ১০টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। পরে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন এসএসসি ’৯৯ ব্যাচের সকল শিক্ষার্থী এবং পরিচালনা করেন ’৯৯ ব্যাচের বন্ধু ডাঃ বশির আহাম্মদ খান।

এসএসসি ’৯৯ ব্যাচ মতলব উত্তর-এর ভূয়সী প্রশংসা করেন ইউএনও একি মিত্র চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তিনি বলেন, এমন সামাজিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। ’৯৯ ব্যাচের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। আমি জানতে পেরেছি ’৯৯ ব্যাচ এর আগেও অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। সকল ব্যাচ ভিত্তিক সংগঠনগুলো যদি এভাবে সমাজকর্ম করতো, তাহলে মতলবের সাধারণ মানুষ অনেক উপকার পেতো।

এ সময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় অফিসার ফারুক আলম প্রমুখ। উপস্থিত ছিলেন ইয়াজ উদ্দিন, সোহেল মাসুদ, রাবেয়া আক্তার জলী, সফিকুল ইসলাম রানা, শহিদ দর্জি, জহির প্রধান, রিপন মুক্তার, নাজিমুদ্দিন, টুটুল, টিপু সুলতান, আঃ বারী, সহিদুল হক, এসএম মিন্টু, মাকসুদা আক্তার, মাসুদ আহমেদ, টুটুল, বাতেন মোল্ল, স্বপ্না, কাউছার মেলকার, আরফা, ফারজানা, নজরুল, রাসেল বাবু, কাউছার, খাইরুল, রাজিব মাস্টার, আমান, কামাল, রাশেদ জমাদার, ডি মাঈনুদ্দীন, আঃ বারেক, মানিক, ইয়াসিন, রাসেদ, বাবু, সাফায়েত, আমান উল্লাসহ মতলব উত্তরের ২১টি বিদ্যালয়ের এসএসসি ’৯৯ ব্যাচ সংগঠনের বন্ধুরা। মেডিকেল ক্যাম্পে ৪৮০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়