শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:৫২

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক

ওয়ার্ড পর্যায়ে ধানের শীষের ঘাঁটি বানাতে হবে

স্টাফ রিপোর্টার ॥
ওয়ার্ড পর্যায়ে ধানের শীষের ঘাঁটি বানাতে হবে
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি তৃণমূলের দল। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস নিয়ে এই দলটি শত প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। একজন আরেকজনের পেছনে কাদা ছোড়াছুড়ি না করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ধানের শীষের ঘাঁটি বানাতে হবে। তারেক রহমান ডাক দিবে, মাঠে প্রস্তুত থাকতে হবে।

১ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দাসাদী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, জনগণকে সেবা দেয়ার জন্যে যা যা করা দরকার তা-ই করতে হবে। কেউ কারো উপরে অন্যায় অবিচার করবেন না। কারো সাথে যদি কারো কোনো জমি সংক্রান্ত ঝামেলা থাকে তাহলে কোর্টে যাবেন। কিন্তু নিজ থেকে কিছু করে দলের বদনাম করবেন না।

তিনি বলেন, আওয়ামী লীগের জুজুর ভয় কি আমাদের মধ্যে চলে এসেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো হাইব্রিড দল নয়। এটি তৃণমূল মানুষের দল। যে দল অন্যায়ের সাথে কোনো আপস করেনি। যার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে এতো কষ্ট করতে হয়েছে। আমাদের হয়তো পুলিশের ভয় কেটে গেছে। কিন্তু মনে রাখবেন, এখনো কোর্টের বারান্দায় হাজিরা দিতে হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমার দলের অনেকে ফ্যাসিবাদের লোকদের বিভিন্ন ভাবে এখনো সাপোর্ট দিচ্ছেন। সাবধান হয়ে যান। যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ভুঁইফোঁড় কোনো কমিটির চাঁদপুরে জায়গা হবে না।

জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এদিন শেখ ফরিদ আহমেদ মানিকের আগমনে দাসাদী মাদ্রাসা প্রাঙ্গণে নেতা-কর্মীদের ঢল নামে। তাদের স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে। পরে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে দলীয় সাংগঠনিক এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়