প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে। ইউপি সচিব মহিবুল আহসানের পরিচালনায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাফেজ মোঃ হাছান খান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হিরু প্রমুখ। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা করে।
এদিন ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে দ্বিতীয় ধাপের ৬শ’ ৪০ জনকে করোনার টিকা দেয়া হয়।