প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদারের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের নেক হায়াত দানে বিশেষ দোয়া করা হয়।
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের পরামর্শ ও সহযোগিতায় এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন পাটওয়ারী, গাজী আলী নেওয়াজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা সৈয়দ ইমতিয়াজ আহমেদ সোহাগ, মানিক হোসেন, আল আমিন খান আলো, রুবেল হোসেন, নূরে আলম, আল-আমিন মিয়াজী, রায়হান ক্বারী, পারভেজ গাজী, মঞ্জুর মোর্শেদ হিরোন, জিল্লুর রহমান সোহান, আসিফ হোসেন, মোহাম্মদ হোসেন, জাকির, মেহেদী, তারেক শিমুল, শরীফুল ইসলাম, শাকিল আহমেদ জুয়েল, রিফাত হোসেন রকি, নাঈমুল হাসান নাঈম প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফরিদগঞ্জ মধ্য বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জাকির হোসাইন।