শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

খাজে আহমদের রোগমুক্তি কামনায় ফরিদগঞ্জে দোয়া
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদারের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের নেক হায়াত দানে বিশেষ দোয়া করা হয়।

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের পরামর্শ ও সহযোগিতায় এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন পাটওয়ারী, গাজী আলী নেওয়াজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা সৈয়দ ইমতিয়াজ আহমেদ সোহাগ, মানিক হোসেন, আল আমিন খান আলো, রুবেল হোসেন, নূরে আলম, আল-আমিন মিয়াজী, রায়হান ক্বারী, পারভেজ গাজী, মঞ্জুর মোর্শেদ হিরোন, জিল্লুর রহমান সোহান, আসিফ হোসেন, মোহাম্মদ হোসেন, জাকির, মেহেদী, তারেক শিমুল, শরীফুল ইসলাম, শাকিল আহমেদ জুয়েল, রিফাত হোসেন রকি, নাঈমুল হাসান নাঈম প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফরিদগঞ্জ মধ্য বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জাকির হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়