শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ইসহাক সিকদারের প্রার্থিতা ঘোষণা
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক শিকদার প্রার্থিতা ঘোষণা করেছেন। গতকাল বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় হোটেল-৭১-এ আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, আমি কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে উত্তর কচুয়ার সকল আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীদের সমর্থন প্রত্যাশা করছি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সম্রাটের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, সাচার ডিগ্রি কলেজের প্রভাষক আবু ইউসুফ পবন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির এপিএস অ্যাডঃ শাহআলম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসেন দুলাল, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জহির রায়হান সরকার প্রমুখ।

এ সময় বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কবির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সোহাগ খান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোঃ সোহেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজলো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়