শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাবুরহাটের দাসদীতে সহসাই শুরু হচ্ছে গাইডওয়াল নির্মাণ ও রাস্তার কাজ
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট দাসদী অভয় বাবুর দিঘিরপাড় থেকে দশআনী দিঘিরপাড় পর্যন্ত সহসাই শুরু হচ্ছে বহুল কাক্সিক্ষত গাইডওয়াল নির্মাণ ও রাস্তার কাজ। গত ৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় চাঁদপুর পৌরসভা কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে আশ্বস্ত করে এ তথ্য জানান। তিনি জানান, চলমান অর্থবছরে তাঁর উন্নয়ন কাজের অংশে প্রথম তালিকায় দাসদী অভয় বাবুর দিঘিরপাড় হতে দশআনী দিঘিরপাড়ের গাইডওয়াল ও রাস্তা নির্মাণের উন্নয়ন প্রকল্পটি রয়েছে।

এ বিষয়ে পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি জানান, মাননীয় শিক্ষামন্ত্রী সাথে চাঁদপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলদের মতবিনিময় অনুষ্ঠানে পৌর ১৪নং ওয়ার্ডের দাসদী অভয় বাবুর দিঘি থেকে দশআনী দিঘির পাড়ের রাস্তা ও গাইড ওয়ালসহ ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা করি। তারই প্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী পৌর মেয়র ও আমাকে আশ্বস্ত করে বলেন, বর্তমান অর্থবছরে উন্নয়ন কাজের অংশ হিসেবে এ প্রকল্পটি প্রথম তালিকায় রয়েছে এবং বাকি সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলোও পর্যায়ক্রমে করা হবে।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা ১৪নং ওয়ার্ডের বাবুরহাট অভয় বাবুর দিঘিরপাড় ও দশআনী দিঘিরপাড়ের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্বাচনী ইশতেহার এবং পৌর মেয়র ও কাউন্সিলরের নির্বাচনী ইশতেহারে এ রাস্তাটি সংস্কারসহ রাস্তার পাশে গাইডওয়াল নির্মাণের কথা রয়েছে। তারই অংশ হিসেবে সহসাই রাস্তাটির উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়