শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আশ্রয় কেন্দ্রে ২ নবজাতকের পাশে শাহরাস্তি প্রেসক্লাব

শাহরাস্তি ব্যুরো ॥
আশ্রয় কেন্দ্রে ২ নবজাতকের পাশে শাহরাস্তি প্রেসক্লাব

পৃথিবীর আলো দেখার সাথে সাথে বন্যার পানিও দেখা হয়ে গেল দুই নবজাতকের। শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে দুই নবজাতককে কোলে করে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয় তাদের পরিবার। সূচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা জমাদ্দার বাড়ির মাসুদ আলমের ১১ দিন বয়সের শিশু সন্তান রোহান ও সর্দার বাড়ির নজরুল ইসলামের ২৫ দিন বয়সী মোসাইরা বিনতে নাবিলা তাদের পিতামাতার কোল আলোকিত করে পৃথিবীতে আসার সাথে সাথেই বেঁচে থাকার জন্যে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়। বেশ কিছুদিন আশ্রয় কেন্দ্রে থাকার পর বিষয়টি নজরে আসে শাহরাস্তি প্রেসক্লাবের। সংবাদ পেয়ে উপহার নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল দুটি শিশুকে কোলে তুলে পোশাক ও আর্থিক উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত সকলেই প্রেসক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান। আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করেন সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, আলী আকবর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সভাপতি সজল পাল, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ, আবু মুসা আল সিহাব, আহসান হাবীবসহ উপস্থিত সকলেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়