রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

বন্যার্তদের মাঝে জেলা জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥
বন্যার্তদের মাঝে জেলা জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শাহরাস্তি, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলার ৩টি এলাকায়, ফরিদগঞ্জ উপজেলার ২টি এলাকায় ও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, জামায়াতে ইসলামী বন্যা কবলিত এলাকায় জনগণের পাশে দাঁড়িয়েছে। চলমান বন্যা ছাড়াও বিগতদিনে মানুষের যে কোনো বিপদে জনগণের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

বন্যার্ত মানুষের জন্যে দুঃখ প্রকাশ করে তিনি সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া তিনি আওয়ামী প্রহসনে জামায়াত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শোকরানা নামাজ ও রোজা রাখার আহ্বান জানান। জামায়াত সবসময় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিলো, আগামীদিনে জামায়াত মানুষের পাশে থাকবে বলে তিনি উপস্থিত সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি অ্যাডঃ মোঃ মাসুদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, মাওলানা আবুল হোসাইনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বন্যার্ত পানিবন্দি মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন উল্লেখিত নেতারা ছাড়াও উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কফিল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শাহরাস্তির অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা মাওঃ মুকবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল। আরো উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মাস্টার গাজী সালাউদ্দিন, নায়েবে আমীর মাওঃ মনির হোসেন, সেক্রেটারি ডাঃ জাকির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আমীর মাওঃ মাছুম বিল্লাহ, নায়েবে আমীর আহসান হাবিব পাটওয়ারী, সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা যুব নেতা সেফায়েতুল্লাহ ফিরোজ, তোফায়েল আহমেদ, জামায়াত নেতা মাওঃ আবু সুফিয়ান সেলিম, শাখাওয়াত হোসেন, হেলাল উদ্দিন রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়