প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে নারী নির্যাতন মামলা ভিন্নখাতে প্রবাহের প্রতিবাদে মানববন্ধন
নারী ও শিশু নির্যাতন মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার বিবাদী লুটপাটের ঘটনা সাজিয়ে বাদীকে হয়রানি করায় বিবাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ২৮ আগস্ট বুধবার বিকেলে মতলব-ঘোড়াধারী সড়কে মানববন্ধন করেছে।
এলাকাবাসী জানায়, নারী নির্যাতন মামলার আসামী মহন মিয়া গত ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে নিজের ঘরের মালামাল এলোমেলো করে ছোট ছেলের বউয়ের হাত-পা বেঁধে ডাক-চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন। এ সময় তিনি বলেন, বড়ো ছেলের বউ রিমা ও আত্মীয়-স্বজন তাদের ঘরে লুটপাট চালিয়েছেন। এমন নাটক সাজানোর প্রতিবাদে এলাকাবাসী গতকাল বুধবার বিকেলে মতলব-ঘোড়াধারী সড়কে মানববন্ধন করে। গত ১৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মহন মিয়াসহ আরো ৫ জনের বিরুদ্ধে তার পুত্রবধূ রিমা আক্তার নারী নির্যাতন মামলা করেন।
ওই গ্রামের বাসিন্দা বজলু প্রধান, ফজলুর রহমান ও আনোয়ার হোসেন জানান, নারী নির্যাতন মামলা করার কারণে মহন মিয়া এ ধরনের ঘটনা সাজিয়েছে।