প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও এডিপির প্রকল্পের আওতায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রীগুলো হলো : ১ টি হারমোনিয়াম, ২টি ফুটবল, ২টি ভলিবল, ২টি ক্রিকেট ব্যাট, ১ সেট স্ট্যাম্প ও বেল, ২টি ক্রিকেট বল, ২ সেট হ্যান্ড গ্লাবস, ৩০টি জার্সি ও ২টি হেলমেট।