প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। এছাড়া শহরের অনেক রাস্তায় জোয়ারের পানি উঠতে দেখা গেছে।
৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে জোয়ারে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উপজেলার চরাঞ্চলসহ নিচু এলাকা ডুবে যায়। এর আগে এমন পানি বাড়েনি বলে জানান পুরাণবাজার ভূঁঞারঘাট ও ১নং খেয়া ঘাটের মাঝি মাল্লারা।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম জানান, জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলেও ভাটায় নেমে যাচ্ছে। আল্লাহর রহমতে শহর রক্ষা বাঁধ ভালো আছে।
এদিকে পুরাণবাজার মদিনা মসজিদ ট্রলারঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পুরাণবাজার মদিনা মসজিদ সংলগ্ন ট্রলারঘাটের কাছে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে একটি বাঁশ বোঝাই ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা পাঁচ জন আরোহী নদীতে ঝাঁপিয়ে পড়লে আশেপাশের ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে।