শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পৌরবাসীর কল্যাণকর সকল কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল পৌরবাসীর কল্যাণকর সকল কাজে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমার নির্বাচনী ওয়াদা পূরণে আমি সচেষ্ট রয়েছি। আপনারা আমাকে মেয়র নির্বাচিত করে দায়বদ্ধ করেছেন, আমিও আমার দেয়া ওয়াদা পূরণে কাজ করে যাচ্ছি।

গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার সকালে চাঁদপুর পুরাণবাজার রিফিউজী কলোনীতে বিনামূল্যে চোখের চিকিৎসাসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসাসহ ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেছে ওব্যাট হেল্পার্স বাংলাদেশ। স্বল্প আয়ের মানুষ যাতে এই সুবিধা গ্রহণ করতে পারে, তার জন্যে পুরাণবাজার রিফিউজী এলাকাকে সনাক্ত করা হয়েছে। আপনাদের যাদের চোখের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসা নিবেন। এ ব্যাপারে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং যেকোনো সেবামূলক কার্যক্রমে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। পৌর মেয়র রিফিউজী ক্যাম্পের মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিকল্পে পানি, ড্রেন, শৌচাগারসহ শিশুদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ব্যবস্থাপক সোহেল আক্তার খান। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জনতা টিভির সিইও এমএ বাদল হোসেন, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওব্যাট হেল্পার্স বাংলাদেশের আয়োজনে ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে দুই শতাধিক মানুষের মাঝে চিকিৎসা প্রদানসহ বিনামূল্যে ঔষধ ও কালো চশমা প্রদান করা হয় এবং ৭০জন ছানি রোগীকে অপারেশনের জন্যে চিহ্নিত করা হয়। অপারেশনযোগ্য এ সকল রোগীকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের অপারেশনসহ ঔষধ, কালো চশমা ও খাদ্য-সামগ্রী প্রদান করা হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়