প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া সুস্থ হয়ে বাড়ি ফিরার সংবাদ পেয়ে এলাকার নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন চরভৈরবী লঞ্চঘাটে ফুল নিয়ে ভিড় জমায়। ফুলে ফুলে সিক্ত হন তিনি। সোমবার বিকেলে লঞ্চঘাটে উপস্থিত জনতার সম্মুখে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, আমি মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে। আমার চিকিৎসাধীন অবস্থায় প্রতিনিয়ত খোঁজ-খবর নিয়েছেন। আমি বিশেষ করে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সহযোগিতার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, হাইমচর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চরভৈরবী ইউনিয়নের জনগণ আমার সুস্থতার জন্যে দোয়া ও মিলাদের আয়োজন করে। আমি হাইমচর উপজেলার সকল নেতার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি কখনও ভাবতে পারিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবো। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সুস্থ হয়ে ফিরেছি।
এ সময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, ডাঃ আঃ মালেক, ইউপি সদস্য দাদন প্রধানীয়া, মিজান প্রধানীয়া, নাজমা রহমান, ছবর আলী চোকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সায়েদ বেপারী, মহিউদ্দিন প্রধানীয়া প্রমুখ।
পরে তিনি চরভৈরবী ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান মরহুম জালাল চোকদারের কবর জিয়ারত করেন। তিনি বাড়িতে ফিরার পথে তার মায়ের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে হুমায়ুন প্রধানীয়ার অপারেশন সম্পন্ন হয়। তিনি ইতিপূর্বে ভারতেও চিকিৎসা নিয়েছেন।