প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে গত রোববার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। পরদিন সোমবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি ছিলেন নিঃসন্তান। কয়েক বছর পূর্বে মরহুমের স্ত্রী মারা যান। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়া।