প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৪) নামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের হারুন মিয়ার মেয়ে। সে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। গতকাল ৫ সেপ্টেম্বর রোববার সকালে লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
জানা গেছে, সুমাইয়া আক্তার তার সৌদি প্রবাসী মামা আল-আমিনের বাড়িতে থাকতো। ৪ সেপ্টেম্বর শনিবার রাতে সবার অলক্ষ্যে ঘরের আড়ার সাথে তার নানীর কাপড় গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহনন করে।
ফরিদগঞ্জের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।