প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার ধ্বংস করেছে। ড্রেজারের মালিককে খুঁজে পাওয়া যায়নি। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারটি ধ্বংস করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের মোঃ মনু মিয়া মিয়াজী বহুদিন যাবৎ ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি বিক্রি ও ভরাটসহ নষ্ট করে আসছে। সে অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজারটি ধ্বংস করা হয়। এ সময় জমির মালিককে খুঁজে পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার চাঁদপুর কণ্ঠকে জানান, হাজীগঞ্জ উপজেলায় এখন থেকে অবৈধ সকল ড্রেজার ধ্বংসসহ ড্রেজারের মালিক ও জমির মালিকে আইনের আওতায় আনা হবে। এই অভিযানে অবৈধ সকল ড্রেজারের ওপর আমাদের নজর থাকবে।