প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তরের গজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫ সেপ্টেম্বর রোববার সকালে আলোকিত মতলবের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের জন্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান ও চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন ডাঃ মুকবুল হোসেন মুকুল ও ডাঃ নাহিদ সরকার।