প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ নূরুল ইসলাম, এএসআই শিকদার হাসিবুর রহমান ও এএসআই মোঃ সাইফুল ইসলামসহ ফরিদগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির প্রকাশ হুমা (২৬) এবং মোঃ রুবেল হোসেন ছিডু (৩০)কে ২০ পিচ ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে আদলতে প্রেরণ করা হয়েছে।