বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০

ইমাম সম্মেলনে বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের ছয়জন মনোনীত
স্টাফ রিপোর্টার ॥

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের ২০২০-২১ অর্থ বছরের জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন রোববার দুপুরে ইফার জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দুটি ক্যাটাগরিতে এর আগে উপজেলা পর্যায়ে ইমাম নির্বাচিত করা হয়। তাদের থেকে জেলা পর্যায়ে দুই ক্যাটাগরিতে তিনজন করে ৬ জন নির্বাচিত করা হয়। তারা হলেন জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম হয়েছেন হাজীগঞ্জ উপজেলার কোন্দা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ছেফায়েত উল্লাহ, দ্বিতীয় হয়েছেন শাহরাস্তির সেতারা বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আবু ছালেহ মোহাম্মদ জালাল উদ্দিন, তৃতীয় হয়েছেন কচুয়ার কড়ইশ দক্ষিণ পূর্ব পাড়া বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী আক্কাস। আর প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জেলার শ্রেষ্ঠ খামারী হিসেবে প্রথম হয়েছেন মতলব উত্তরের বদরপুর আকবর আলি খান শিক্ষা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সদর উপজেলার আলগী বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হাসান বরকন্দাজ, তৃতীয় হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা পূর্ব আলোনিয়া বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল মান্নান।

সম্মেলনে ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান খান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন চাঁদপুরের জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সী।

উল্লেখ্য, যে সকল মসজিদের ইমাম ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৪৫দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তারাই এই সম্মেলনে অংশ নিয়ে সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এছাড়া যারা জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন তারা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে হয়ে বিদেশ সফরের সুযোগ রয়েছে বলে ইফার সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়