সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে

মতলবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

মতলব দক্ষিণ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ। গতকাল ৭ আগস্ট বুধবার সকালে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় সরকারসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান মহসিন, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরান মাহমুদ জিশানসহ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে পৃথক সভায় বাংলাদেশ জামায়াত ইসলামের মতলব পৌর শাখার আমীর মোঃ জসিম উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধানীয়া, মতলব পৌর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ, ১নং ওয়ার্ড সেক্রেটারী সাইদুর রহমান মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের মতলব পৌরসভার সভাপতি আবু ইউসুফ, ৬নং ওয়ার্ড সেক্রেটারী এএম ইদ্রিছ খান, মতলব পৌর ওলামা মাশায়েখ পরিষদের সদস্য আনাস বিন ইসলামসহ পৌর জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা এ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়