প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন খাঁন নিখিলের জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। ২৭ জুন বাদ জোহর মতলব হাইস্কুল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর যুবলীগের কর্মীদের উদ্যোগে ও যুবলীগ নেতা টুটুল পাটোয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক দুঃস্থ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। দুঃস্থদের মাঝে খাবার বিতরণে সহযোগিতা করেন যুবলীগ নেতা মেহেদী হাসান সোহাগ, হারুনুর রশিদ বাবু, শাহজালাল প্রধান, রবিউল কবির পায়েল, নজরুল ইসলাম, মুক্তার হোসেন, বাপ্পী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাই স্কুল মসজিদের পেশ ইমাম ও খতিব মঞ্জুর আহমেদ।