শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দলের নিহত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মিলাদ এবং দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহীম খলীল।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম সূর্য, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মোঃ অলি আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল বাসার বাসু, দেওয়ান মোঃ জহিরুল ইসলাম, মোঃ বিল্লাল শেখসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়