শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥

‘নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ’ এই শ্লোগানকে সামনে রেখে ৪ সেপ্টেম্বর শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের উত্তর ঠাকুরবাজার প্রধান কার্যালয়ে কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা, জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা রাজিয়া বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন বিশেষ ভূমিকা রাখছে, যা এই উপজেলায় আর কোনো সংগঠন পারেনি। ১৯৯৬ সাল থেকেই এই সংগঠনটি অত্র উপজেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডাঃ মফিজুর রহমান মজুমদার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, নাট্য বিষয়ক সম্পাদক মোঃ আখের হোসেন, জীবনতরী ফাউন্ডেশনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সম্পদ সাহা ও মোঃ সিফাত আল মামুন। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে সারাহ্ শামস্ অহনা, ২য় সামিহা শামস্, তৃতীয় হোমায়ারা আক্তার পিনু, চতুর্থ আদিবা আয়শা মাহিন ও মোমেনা আক্তার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়