প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৪ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিনের সভাপতিত্বে দিনব্যাপী উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারী কে.এম. ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারবিয়াত প্রদান করেন সংগঠনের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে তারবিয়াত প্রদান করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
প্রধান অতিথির আলেচনায় আলহাজ আমীনুল ইসলাম বলেন, অযোগ্য, অদক্ষ নেতৃত্ব একটি জাতির জন্য বোঝা স্বরূপ। দেশে বিরাজমান অস্থিতিশীলতা, মন্ত্রী, এমপি, আমলাদের লাগামহীন বক্তব্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা, চাকরি, ব্যবসা খাতে চরম অস্থিরতা এসব একদিনে হয়নি। যোগ্য, আদর্শিক নেতৃত্বের অভাবে জাতি আজ দিশেহারা, নাগরিক ও মৌলিক অধিকার বঞ্চিত।
জাতির হতাশা দূর করে, আশা-আকাক্সক্ষা পূরণে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। জাতির সেই চাহিদা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর।
বিশেষ অতিথির আলোচনায় প্রকৌশলী আশরাফুল আলম বলেন, অর্থ বা ক্ষমতা বলে নয়, বরং নিজেদের যোগ্যতা, দক্ষতা দিয়ে একটি আদর্শিক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আদর্শ প্রচার ও প্রতিষ্ঠায় নিজের যোগ্য, দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে সবার আগে।
জেলার ৮টি উপজেলা ছাড়াও পৌর কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত থেকে সাংগঠনিক বিভাগ ভিত্তিক তারবিয়াত গ্রহণ করেন।