প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মিজির কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। গতকাল বেলা সাড়ে ১১টায় মৈশাদী গ্রামস্থ মরহুমের নিজ বাড়িতে উপস্থিত হয়ে তিনি কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি মরহুমের স্ত্রী চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহনাজ রহমান ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। শিক্ষামন্ত্রীর সাথে এ সময় চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।