বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০

১০০ পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি ॥
১০০ পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় চাঁদপুর সদর মডেল উপজেলাধীন পৌর ৬নং ওয়ার্ডের আওতাধীন কাজী নজরুল ইসলাম সড়কের মুখার্জীঘাট সংলগ্ন সালমা নীড় নামক বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আঁখি বেগম (৪১) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন। আঁখির ( মাতা মৃত তাহেরা বেগম, স্বামী/স্ত্রী জাকির হোসেন দোলন, স্থায়ী গ্রাম : মুখার্জী ঘাট চৌধুরী পাড়া, ৬নং পৌর ওয়ার্ড, উপজেলা/থানা : চাঁদপুর সদর, জেলা : চাঁদপুর ) দেহ তল্লাশি করে ফিরোজা রংয়ের পায়জামার কোরের ভেতরে রক্ষিত অবস্থা হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে একটি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ইয়াবা (ওজন অনুমান ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০ হাজার টাকা) গতকাল ১১ জুলাই সকাল সাড়ে ৬টায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার এফআইআর নং-২৮, তারিখ : ১১ জুলাই, ২০২৪; জিআর নং-৫১৮, তারিখ ১১ জুলাই, ২০২৪; সময় ১২.৪০ ঘটিকা ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (পুলিশ সুপার, চাঁদপুর)-এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে নতুনবাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়