সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০

প্রোডাক্ট বিক্রয়ে সায় না দেওয়ায় হাকীম মিজানুর রহমানকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক ॥
প্রোডাক্ট বিক্রয়ে সায় না দেওয়ায় হাকীম মিজানুর রহমানকে হত্যার হুমকি

হাকীম মিজানুর রহমান বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন থেকে সরকারি নিবন্ধনপ্রাপ্ত (ডিইউএমএস) (গভঃ রেজিঃ নং-৩৫৪৬/এ) চিকিৎসক। এছাড়া তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের তথ্য ও প্রযুক্তি কণ্ঠের বিভাগীয় সম্পাদক হিসেবে কাজ করছেন।

বিগত ০১-০৭-২০২৪ খ্রিঃ জাকির নামের ঠওএঙজ-এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট-এর এক লোক মোবাইল নম্বর (০১৭১৩০১৩০৫৫) থেকে কল করে তাদের কিছু পণ্য রোগীদের সাজেস্ট করতে এবং বিক্রয় করার জন্যে বলেন। তিনি জানান, তাতে ক্যান্সার, হার্টের জটিল রোগী ভালো হয়ে যাবে। তাদের কাছে যাতে এ ধরনের রোগী পাঠিয়ে দেয়া হয় সেই অনুরোধও করেন।

হাকীম মিজানুর রহমান একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে না বুঝে অপ্রমাণিত কোনো ওষুধ এবং বাংলাদেশ সরকারের জাতীয় ইউনানী ফর্মুলারীর বাইরে কিছু রোগীদের দিতে পারবেন না বলার পর তিনি তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং ‘আপনি এতো বড় পণ্ডিত, বাল ফালাইতে ডাক্তারী করেন’ বলে ফোন কেটে দেন। এরপর ওই চক্রটি তার নামে বিভিন্ন পেজে বিভিন্ন মানুষের নামে কিছু কথা লিখে তার দায় তার ওপর চাপাতে ০৮-০৭-২০২৪ খ্রি. তারিখে তাকে ০১৭৫০০০০৪৬২ নাম্বার থেকে কল করে আবারো অশ্লীল গালিগালাজ শুরু করে এবং ডিআইজি মহোদয়কে দিয়ে ধরিয়ে নিবে, তিনি যেখানেই থাকেন তারা তাকে ধরে নিয়ে যাবে, হত্যা করবে, মামলা করবে বলে হুমকি ধমকি দেয়।

এ ব্যাপারে হাকীম মিজানুর রহমান জানান, তাদের হুমকি-ধমকির অর্ধেক কথা তার কাছে মোবাইলে রেকর্ড আছে। তিনি বলেন, তারা আমার হোয়াটসঅ্যাপে ০১৭৬৮০০৭৪৯৭ এই নাম্বার থেকে মিথ্যা ও তাদের নিজস্ব গ্রাফিক্সে তৈরি নানা রকম অসত্য ও বিভ্রান্তিকর ভায়োলেন্ট গ্রাফিক্স দেয় তৈরি স্ক্রিনশর্ট দিয়ে এবং প্রধানমন্ত্রীর সাথে তাদের ছবি আছে বলে ভয় দেখায়। সেগুলো সংরক্ষিত আছে। সেখানে লেখা আছে, তারা আমাকে এমন অবস্থা করবে, যাতে আমি সমাজে মুখ দেখাতে না পারি। এছাড়া আমার এলাকার মানুষদের কাছে কল করে আমার নামে আজেবাজে মিথ্যা কথা বলে আমাকে হেয় করে এবং তধশরৎ অযসবফ নামে ফেসবুক আইডি ও তাদের গ্রুপে আমার নামে অপপ্রচার চালায়।

এ ব্যাপারে গত ১০ জুলাই ২০২৪ তারিখে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যা নং ৫৭১।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়