শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বন কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন পাটওয়ারী, জাহাঙ্গীর পলোয়ান, নজরুল ইসলাম সুমন, আঃ সাত্তার পাটওয়ারী, পুতুল সরকার, জানিবুল জুয়েল, মাজহারুল ইসলাম নিরু প্রমুখ।

কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ রোধে বৃক্ষরোপণ কার্যক্রম বড়ো ভূমিকা রাখবে। যেখানে একটি বড়ো গাছ কাটা হবে, সেখানে কমপক্ষে ১০টি গাছ রোপণ করতে হবে। তাহলে আমরা সবুজ শ্যামল দেশ গড়তে পারবো। আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। আমরা একের এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চলেছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এখনও আমাদের যে পরিমাণে গাছপালা থাকার প্রয়োজন তার থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। ফরিদগঞ্জ উপজেলা যুবলীগকে ধন্যবাদ তারা বৃক্ষরোপণের মতো ভাল কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা নিজে গাছ লাগান এবং গাছের যত্ন নেন। তাই আমাদেরও দায়িত্ব রয়েছে এ ব্যাপারে ভূমিকা রাখা। বাড়ির আঙ্গিনায় নিত্য প্রয়োজনীয় সবজি গাছ লাগিয়েও আমরা আমাদের খাবারের চাহিদা মেটানোর সাথে সাথে পরিবেশ রক্ষা করতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়