বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে স্বপ্নছায়ার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে স্বপ্নছায়ার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মুনাজাত, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘নিব শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

রোববার (৭ জুলাই) বিকেলে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসানের সার্বিক পরিচালনায় কয়েক প্রকারের ফলদ, বনজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ আব্দুল করিমসহ অন্যরা।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। ‘স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’ জন্মলগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশবান্ধব কাজ করে আসছে। এতে আমরা যেমন আনন্দিত ঠিক সুবিধাবঞ্চিত পরিবারগুলোও আনন্দিত।

সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান (মিজান), মোঃ সাইফুল ইসলাম (নিশু), দেওয়ান, মোঃ রাসেদ হোসেন, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ অমি পাটোয়ারী, মোঃ মেহেদী হাসান, মমিনুল ইসলাম ফয়সাল, মুহাম্মদ শাকিল হোসেন, মোঃ নাজমুল হাসানসহ অনেকেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়