প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০
আপত্তিকর অবস্থায় ধরার পর মামলায় আটক কিশোর
ডাক্তারি পরীক্ষার জন্যে কিশোরীকে হাসপাতালে প্রেরণ
আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটকের পর দিনভর দেন-দরবারে সুরাহা না হওয়ায় পুলিশের হাতে তুলে দেয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক দেখানো হলো এক কিশোরকে। আর কিশোরীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের। রোববার (৭ জুলাই) এ ঘটনা ঘটে। ওই রাতেই মামলা দায়েরের পর সোমবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃত কিশোরের নাম নাহিদুল ইসলাম নাহিদ।
স্থানীয়রা জানায়, ঘটনার শিকার কিশোরী ও আটককৃত কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার (৭ জুলাই) বিকেলে কিশোরীর বাড়িতে উভয়কে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে। এরপর দিনভর এ নিয়ে চলে দেন-দরবার। তবে তারা উভয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশকে জানানো হয়। পুলিশ রাতেই উভয়কে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরীর পরিবার রোববার (৭ জুলাই) রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ নাহিদকে আটক দেখিয়ে সোমবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে। অপরদিকে কিশোরীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হক মামলা দায়ের ও নাহিদকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।