প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০
উন্মুক্ত স্থানে ইট-বালু ব্যবসা ও বায়ু দূষণ ॥ তিন ব্যবসায়ীকে জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের উত্তর পাশে খালের দুই পাড়ে উন্মুক্ত স্থানে বালু ও ইট ব্যবসার কারণে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিলয় রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান।
তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা না মানায় খালের উত্তর পাড়ের ব্যবসায়ী রোকন মিয়াজী, শেখ ফজলুল করিম সেলিম ও মেজবাহ উদ্দিনকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মতলব দক্ষিণ থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজকে প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতা অবলম্বন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় জরিমানা করা হয়েছে। খাল দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে কাগজপত্রসহ এসে পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।