বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউর উচ্চঙ্গা মন্দির থেকে রথযাত্রা

কামরুজ্জামান টুটুল ॥
শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউর উচ্চঙ্গা মন্দির থেকে রথযাত্রা

হাজীগঞ্জে শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির উচ্চঙ্গা গ্রাম থেকে রথযাত্রা শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ পৌরসভার পৌর মহাশ্মশানের পাশে অভয়নগর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। ৭ জুলাই রোববাব বিকেলে অনুষ্ঠিত রথযাত্রায় বৃষ্টি উপেক্ষা করে পুণ্যার্থীরা অংশ নেন।

শ্রীশ্রী উচ্চঙ্গা মন্দিরে রথের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুখময় কানাই দাস অধিকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, দপ্তর সম্পাদক সুজন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি রাধাকান্ত রাজু, সহ-সভাপতি ডাঃ নরেশ চন্দ্র, প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ আরো অনেক ভক্ত।

রথযাত্রা অনুষ্ঠান বিশ্ব শান্তি কামনায় বিভিন্ন ধরনের ধর্মীয় স্লোগানে মুখরিত করে তোলে ইসকন ভক্তরা। এবার রথযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের পাশে অভয়নগরে ইসকন সংঘের ৭ দিনব্যাপী নানা কর্মসূচি চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়