বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহরাস্তি ব্যুরো ॥
চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহরাস্তিতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারীর অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। গত ২৭ জুন কলেজের ৮জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর একটি লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়