প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের রথযাত্রা অনুষ্ঠান
সকল ধর্মের লোকজনের সমানভাবে ধর্মপালনের নৈতিক অধিকার রয়েছে
-----------------মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। ৭ জুলাই রোববার বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের রুদ্র সেনগুপ্তের বাড়িতে রথযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা সকলে তাঁর নেতৃত্বে যুদ্ধ করে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্ম দেই। বঙ্গবন্ধু আজীবন যেমন কোনো ধর্মের লোকজনের মধ্যে ভেদাভেদ দেখেননি, তেমনি তাঁরই উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে দেশ পরিচালনা করছেন। আমরা জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে এখনো কাজ করে চলেছি। তাই আজ রথযাত্রার নিমন্ত্রণ পেয়ে ছুটে এসেছি। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে সকল ধর্মের লোকজনের সমানভাবে ধর্মপালনের নৈতিক অধিকার রয়েছে। আজকের এই অনুষ্ঠানও আরেকটি প্রমাণ।
রথযাত্রা কমিটির সভাপতি দেবেশ সেনগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজান ভদ্র বক্তব্য রাখেন। এর আগে উপজেলা সদরের দাসপাড়া রাধাগোবিন্দ মন্দির থেকে রথযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস।
এদিকে রথযাত্রা উপলেক্ষে ফরিদগঞ্জ থানা পুলিশ ডিআইজি নূরে আলম মিনা ও চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে ফরিদগঞ্জ সদর ও গুপ্টি সেনবাড়ির রথযাত্রা অনুষ্ঠানে ফলফলাদি তুলে দেন ওসি সাইদুল ইসলাম।