প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গতকাল (৩ সেপ্টেম্বর ২০২১) শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবে তিনজন নতুন সদস্যকে রোটারী প্রত্যয় পাঠ করিয়ে অন্তর্ভুক্ত করাচ্ছেন রোটাঃ পিপি কাজী শাহাদাত। নতুন এ তিনজন সদস্য হলেন (ছবিতে ডান থেকে বামে) : চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের আরএমও রোটাঃ ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার রোটাঃ মানিক লাল দেবনাথ ও পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার ম্যানেজার রোটাঃ মোঃ জিল্লুর রহমান (জুয়েল)। নিচের ছবিতে তাঁদেরকে রোটারী পিন পরিয়ে দিচ্ছেন (বাম থেকে) যথাক্রমে রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ ও রোটাঃ পিপি শেখ মঞ্জুরুল কাদের সোহেল। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সচিব রোটাঃ পলাশ মজুমদার ও আইপিপি নাসির উদ্দিন খান।