শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

ড্রেজার-বাল্কহেড, স্পিডবোট ও নগদ অর্থসহ ৪৩ জন আটক

মতলব উত্তর ব্যুরো ॥
ড্রেজার-বাল্কহেড, স্পিডবোট ও নগদ অর্থসহ ৪৩ জন আটক

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের যেনো মহোৎসব চলছে। বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করছে। এমন খবর পেলে শনিবার (৬ জুলাই) দুপুরে মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা কোস্টগার্ড ও নৌ-পুলিশ সঙ্গে নিয়ে যৌথ বিশেষ অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা, ১০টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ২টি স্পিডবোটসহ ৪৩ ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে। ১০টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ২টি স্পিডবোট আটক করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়