শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আঃ আজিজ খান বাদল। তিনি বলেন, কৃষকলীগকে গতিশীল করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা বিচার-বিবেচনা করে নতুন কমিটি দেবো। কারণ আমরা চাই অন্য কমিটিগুলো যেভাবে আছে কৃষকলীগও যেনো সেভাবে চাঙ্গা থাকে। আমরা এই সংগঠনটাকে বাঁচাতে চাই। হয়তো আমাদের নেতৃবৃন্দ বিগতদিনে কাজ করার পরিবেশ পায়নি। অচিরেই আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করবো। যাতে আমরা আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে পারি। আর সংগঠনকে শক্তিশালী করলে ডাঃ দীপু মনি ও জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, আগামী ১৩ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুরে আসবেন। সবাই মিলে সেই প্রোগ্রামকে সার্থক করতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ।

চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মাওঃ হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার সিদ্দিকী, শাহজাহান বেপারী, ইঞ্জিঃ ফরহাদ প্রমুখ।

সভায় চাঁদপুর সদর উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়